রাজশাহী

বড়াইগ্রামে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ১ আহত ৩

  প্রতিনিধি ২৩ মে ২০২৩ , ৫:৫০:২১ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:


নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই একটি ট্রাককে পেছন থেকে মাইক্রোবাসের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত ও তিন জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মানিকপুর তরমুজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম শিপন হোসেন (৩৫)। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাআজমপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, ঢাকার এয়ারপোর্ট থেকে বিদেশ ফেরত যাত্রী নিয়ে মাইক্রোবাসটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো। ওই এলাকায় পৌঁছালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।