দেশজুড়ে

বড়াইগ্রামে ডিম কুড়াতে গিয়ে কাঁদায় পিছলে শিশুর মৃত্যু

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৪ , ৪:৫২:১৭ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রামে ডিম কুড়াতে গিয়ে কাঁদায় পিছলে শিশুর মৃত্যু

পুকুরের কিনারায় হাঁসের ডিম কুড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে আড়াই বছরের এক ছেলেশিশু। নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের তিরাইল খামারপাড়া এলাকায় সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম আরিয়ান সরদার। সে ওই এলাকার কৃষক আলম সরদারের ছেলে। শিশুটির মা নাসরিন বেগম জানান, রোববার বিকেলে সে ছেলেকে নিয়ে বাড়ির পাশে পুকুর থেকে নিজেদের পালিত হাঁস আনতে যায়। ওই সময় পুকুরের কিনারায় একটি ডিম পাওয়া গেলে এতে সে দারুণ খুশী হয়।

সোমবার দুপুরে ডিম পাবে এমন আশায় সকলের অজান্তে পুকুরের কিনারায় গেলে সে পা পিছলে পানিতে পড়ে যায় এবং কাঁদায় উঠতে না পেরে ডুবে মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য মোস্তাক আহমেদ পানিতে ডুবে আরিয়ান নামে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

আরও খবর

Sponsered content