দেশজুড়ে

বড়াইগ্রামে ৩দিন ব্যাপী দেশীয় ফল মেলা শুরু

  প্রতিনিধি ১৯ জুন ২০২৫ , ৭:২৮:৫৩ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রামে ৩দিন ব্যাপী দেশীয় ফল মেলা শুরু

‘দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে শুরু হয়েছে ৩দিন ব্যাপী জাতীয় ফল মেলা।

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস হল রুমে এই ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নার্সারি উদ্যোক্তা, কৃষক, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

মেলার স্টলে নানা প্রজাতির ফল প্রদর্শনী করা হয় এবং পাশাপাশি নার্সারি কর্তৃপক্ষ দেশীয় ফলের চারা প্রদর্শনীসহ বিক্রি কার্যক্রম পরিচালনা করে। আগামী শনিবার এই মেলার শেষ দিন।

আরও খবর

Sponsered content