চট্টগ্রাম

বড় ভাইকে খুনের দায়ে ছোট ভাই স্ত্রীসহ গ্রেপ্তার

  প্রতিনিধি ২২ মে ২০২৫ , ৮:০২:৫৭ প্রিন্ট সংস্করণ

বড় ভাইকে খুনের দায়ে ছোট ভাই স্ত্রীসহ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চান্দগাঁও এর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

গ্রেপ্তার দুজন হলেন রাউজান নোয়াপাড়া এলাকার বর্তমানে চান্দগাঁও আবাসিক এলাকায় বসবাসরত মৃত জালাল আহমেদের ছেলে মো. জাহেদ (২৭) এবং তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম প্রঃ ওহি (২৬)। এর আগে একইরাতে চান্দগাঁও আবাসিক এলাকার ব্লক-বি, রোডেট ৪র্থ তলার নিজ বাসায় মোঃ সাহেদ (৩৫)-কে দাঁড়ালো অস্ত্র দিয়ে খুন করেন তার আপন ভাই জাহেদ ও তার স্ত্রী ওহি। পরে লাশ নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে তারা গ্রেপ্তার হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ভাই ও ভাইয়ের স্ত্রীর হাতে বড় ভাই খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনা আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content