প্রতিনিধি ১৯ মে ২০২১ , ৫:৪১:৩২ প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের গরীব মেধাবি শিক্ষার্থী রেহানা খাতুন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় সংবর্ধনা দিয়েছে বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। বুধবার দুপুরে কলেজ হলরুমে অধ্যক্ষ বিমলেন্দু সরকারের সভাপতিত্বে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার ও গভর্নিং বডির সভাপতি মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কাজি খয়রাত হোসেন, গভর্নিং বডির সদস্য মেছের উদ্দিন, আ. বারী মন্ডল। উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মনি কৃষ্ণ রায় প্রমুখ।