প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২০ , ৪:৩২:৩৯ প্রিন্ট সংস্করণ
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
রংপুরের বদরগঞ্জে জুয়া খেলা অবস্থায় স্কুল শিক্ষকসহ অপর এক জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার রামনাথপুর ইউপির বাংলারহাট নামক এলাকায়।
আটককৃতরা হলেন,আশরাফগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মানিকুল ইসলাম মানিক (৪৯) ও রবিউল ইসলাম। মানিক হাজীপাড়া গ্রামের আরেফ উদ্দিনের ছেলে ও রবিউল ধাপপাড়া গ্রামের নুরুল আমিনের ছেলে।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, তারা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া খেলে আসছিলো। তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে।