চট্টগ্রাম

বন্ধন লায়ন্স ক্লাবের নিয়মিত সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৫১:২৩ প্রিন্ট সংস্করণ

বন্ধন লায়ন্স ক্লাবের নিয়মিত সভা অনুষ্ঠিত

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের নিয়মিত ক্লাব সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত উক্ত সভায় ক্লাবের সার্বিক সেবা কার্যক্রমের ওপর বিস্তারিত আলোকপাত করা হয়।

বন্ধন লায়ন্স ক্লাব সভাপতি লায়ন মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন আবু তাহের এর সঞ্চালনায় লিও আরমান উদ্দিনের কোরআন তেলওয়াত ও লায়ন সাজ্জাদ আলী কর্তৃক আনুগত্য শপত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত সভার শুরুতে সেবা কার্যক্রম তুলে ধরেন ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের। ক্লাবের হিসাব বিবরণী উপস্থাপন করেন ক্লাব ট্রেজারার লায়ন হাছান তারেক চৌধুরী।

ক্লাবের সদস্যরা চলতি সেবাবর্ষের ইতোমধ্যে সম্পন্ন হওয়া সেবা কার্যক্রমের ওপর বিস্তারিত আলোকপাত করেন এবং সেপ্টেম্বরের শেষে আরেকটি প্রোগ্রাম চূড়ান্ত করেন। তাছাড়া অক্টোবর সেবা মাসে অন্তত দুটি সেবা কার্যক্রম আয়োজনের নীতিগত সিন্ধান্তে উপনীত হন। তাছাড়া আগামী ২১ সেপ্টেম্বর (শনিবার) লায়ন্স ও লিও ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনে ক্লাব সদস্যরা ঐক্যমত পৌঁছান। বন্যায় ত্রাণ বিতরণ কার্যক্রম ও ধারবাহিক বৃক্ষরোপণ কর্মসূচী সফল করায় সভাপতি সেক্রেটারী ক্লাব সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি মামুনুর রশিদ মামুন, লায়ন মো. নাছের, লায়ন তমাল চন্দ্র দাশ, লায়ন সাদ্দাম হোসেন, লায়ন ওয়াহিদ আমান খান, বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি লিও মনির হোসেন বাপ্পি, লিও আব্দুল্লাহ আল মারুফ, লিও ক্লাব সভাপতি লিও নুর মোহাম্মদ, সদ্য প্রাক্তন সভাপতি লিও আরমান উদ্দিন, ট্রেজারার লিও এনামুল হক জুয়েল, লিও নুরুদ্দিন কাদের রিয়াদ প্রমুখ।

আরও খবর

Sponsered content