খেলাধুলা

বন্যার্তদের জন্য নিলামে নাসিমের সেই ব্যাট

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২২ , ৪:১৮:৩১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

পাকিস্তান ক্রিকেট দল যখন দুবাইয়ে এশিয়া কাপ খেলছে। তখন দেশে হাজারো মানুষ সংগ্রাম করছে বন্যায়। ভয়াবহ এ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে দারুণ এক উদ্যোগ নিয়েছেন নাসিম শাহ। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে দুই ছক্কা হাঁকানো ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন এই পেসার। এ থেকে পাওয়া অর্থ ব্যবহার করা হবে বন্যাবিধ্বস্থ লোকজনকে।

গতকাল পিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে। ওই ভিডিওতে দেখা যায়, হাসনাইন ওই ব্যাটটি উপহার দিচ্ছেন নাসিমকে। নাসিম এ সময় ব্যাটটি পাকিস্তানের বন্যাদুর্গত লোকজনের সহায়তা করার জন্য নিলামে তোলার ঘোষণা দেন।

এ সময় হাসনাইন বলেন, ‘আমি এই ব্যাটটি নাসিম শাহকে উপহার দিচ্ছি। এটা নিয়ে সে যা খুশি করবে সেটা তার ব্যাপার।’ আর ব্যাটটি উপহার পেয়ে তা নিজের জন্য রেখে দেননি নাসিম। বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের মানুষদের জন্য নিলামে তোলার ঘোষণা দিয়ে বলেন, ‘আমি এই ব্যাটটি নিলামের জন্য দিতে চাই এবং এই নিলাম থেকে পাওয়া অর্থ বন্যার্তদের ফান্ডে দিব।’

আরও খবর

Sponsered content