প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ৭:২৫:৩৮ প্রিন্ট সংস্করণ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বন্যার্তদের সাহায্যে গঠিত জরুরি মেডিকেল সেবা কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস, ফার্মেসি বিভাগ নোবিপ্রবি আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সম্মেলন কক্ষে এর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি ইমার্জেন্সী মেডিকেল সার্ভিসের প্রধান উপদেষ্টা ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বক্তব্যের শুরুতে ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাঘফেরাত কামনা করেন এবং আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় তিনি নতুন বাংলাদেশের পরিবর্তিত সময়ে ছাত্রদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, ছাত্ররাই দেশের প্রাণ তারা দেশের যেকোনো দুর্যোগে এগিয়ে আসে। ঠিক তেমনি নোয়খালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের জরুরি মেডিকেল সেবা দল নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলায় বন্যাদুর্গতদের মেডিকেল সেবা প্রদানে যুগান্তকরী ভূমিকা পালন করেছে। যা ভূয়সী প্রশংসার দাবি রাখে। আমি এ মানবিক কাজে যুক্ত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
এসময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ভবিষ্যতেও যেনো শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরনের শিক্ষা সহায়ক সামাজিক কার্যক্রম অব্যাহত রাখে সে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরো বলেন, গত ৩ মাস আমরা পরিবর্তিত একটি সময়ের মধ্য দিয়ে অতিক্রম করেছি। এখন আমরা যেহেতু শ্রেণি কার্যক্রম শুরু করেছি, তাই আমি আশাবাদ ব্যক্ত করি আমাদের শিক্ষার্থীরা সেদিকে তাদের মনোযোগ আরো বাড়াবে। এসময় মাননীয় উপাচার্য বলেন, শিক্ষার্থীরা সত্যকে সত্য, ন্যায়কে ন্যায় বলার সৎ সাহস রাখবে। আর আমরা এ দৃঢ়তা নিয়ে সকলকে যুক্ত করে দুর্নীতিতে জিরো টলারেন্স পরিবেশের এক বদলে যাওয়া নোবিপ্রবি গড়বো।
অনুষ্ঠানে অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, অধ্যাপক ড. জামিউদ্দিন আহমেদ, ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস, ফার্মেসি বিভাগ নোবিপ্রবির উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ ও ড. ফাহদ হুসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস, ফার্মেসি বিভাগ নোবিপ্রবির টিম লিডার মো. সোহাগ মিঞা ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন একই বিভাগের মাইনুল হোসেন।
অনুষ্ঠানে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বন্যার্তদের সেবা প্রদানে নিয়োজিত ৫০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করেন।
উল্লেখ্য, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের বন্যার্ত মানুষের পাশে যথাযথ চিকিৎসা সেবা প্রদানে নোবিপ্রবি ফার্মেসী বিভাগ গত ২৩ আগষ্ট ২০২৪ তারিখে “ইমার্জেন্সী মেডিকেল সার্ভিস” টিম গঠন করে। ১৫ দিন যাবত ৩২ টি টিমের মাধ্যমে প্রায় ৫০ জন শিক্ষার্থী (স্বেচ্ছাসেবক) এবং শিক্ষক বন্যাকবলিত ওই জেলাগুলোর প্রত্যন্ত অঞ্চলে প্রায় ৮৬৫০ জন বন্যাদুর্গত ব্যক্তিদের মাঝে খাবার স্যালাইন, মেডিসিন, বেবি ফুড, ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন, প্রাথমিক প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পৌছে দেয়।