প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২০ , ৪:৪৫:৩৬ প্রিন্ট সংস্করণ
বরগুনা প্রতিনিধিঃ গত শনিবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বরগুনা জেলাকে লগডাউন ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক জনাব মোঃ মোস্তাইন বিল্লাহ । আজ সোমবার সকাল ১১ টার দিকে বরগুনা পৌরসভার মাছ বাজার, মাংসের দোকান ও বিভিন্ন কাঁচা বাজারে গণসচেতনা মুলক বিশেষ টহল দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র্যাব সদস্যরা।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বরগুনা সদর উপজেলা ভূমি কমিশনার মোঃ আবু বক্কর সিদ্দিকী বলেন, কাঁচা বাজার ও মাছ বাজারে এবং মাংসের দোকান গুলোতে ন্যায্যমূল্যে মাল বিক্রি করছে কিনা এবং পরিচ্ছন্ন আছে কিনা তাছাড়াও মাসব্যাপী এই করোনা ভাইরাস এ রমজান মাসে বাড়তি টহল অব্যাহত থাকবে। মানুষ যাহাতে সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনা করতে পারে সেই পরিবেশ লক্ষ্য রাখার জন্যই মূলত আমাদের এই টহল।
এসময় উপস্থিত ছিলেন র্যাব কর্মকর্তা মোঃ মোফাচ্ছেল হোসেনসহ তার সঙ্গীয় ফোর্স।