প্রতিনিধি ১৬ আগস্ট ২০২০ , ৮:২৮:০৩ প্রিন্ট সংস্করণ
সোহরাব হোসেন, বরগুনা : বরগুনা সদর থানার (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা মাদক, চাঁদাবাজি, অবৈধ গ্যাস সংযোগ, ভূমি দখল, বিট পুলিশিং এর প্রতি বেশি বেশি আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করে যাচ্ছি। সেই লক্ষে কাজ করায় গত ১৪ জুন ২০২০ ইং থানায় যোগদান করার পর মাদক কারবারিদের আটক করতে সক্ষম হয়েছি। আমাদের থানা পুলিশের এই চেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা। এদিকে অপরাধীদের বিরুদ্ধে তার এই তৎপরতা অব্যাহত থাকলে বরগুনা অচিরেই মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত এলাকাতে পরিণত হবে বলে মনে করেন সচেতন মহল।