বাংলাদেশ

বরিশালে লঞ্চের ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২০ , ১২:৪৪:৪০ প্রিন্ট সংস্করণ

ঢাকা-বরিশাল রুটের বিলাসবহুল লঞ্চ এমভি সুন্দরবন-১১ লঞ্চের ছাদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে লঞ্চটি ঢাকা থেকে বরিশালে এসে পৌঁছে।

লঞ্চ কর্তৃপক্ষ, দায়িত্বে থাকা আনসার ও নৌপুলিশ জানায়, লঞ্চ ঘাটে ভেড়ার পরে যাত্রী নামিয়ে দিয়ে সকাল ৬টার দিকে লঞ্চ ধোয়া-মোছার কাজ শুরু করে স্টাফরা। এ সময় তারা ছাদে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিকভাবে তারা সুপারভাইজার ও সিকিউরিটিকে খবর দেয়। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে আসে। সুপারভাইজার সিরাজুল ইসলাম জানান, ছাদে যাত্রী উঠা নিষেধ। এজন্য ছাদে উঠার গেটও বন্ধ রাখা হয়। কিন্তু ওই যুবক কিভাবে ছাদে উঠলো তা জানা যায়নি।

বরিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ওই যুবকের পেটে ও বুকে ছুরিকাঘাত করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তার ক্লু উদঘাটন হয়নি। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তদন্তে বাকি তথ্য জানা যাবে। বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, রহস্য উদঘাটনে সিসি ক্যামেরার ফুটেজের সহযোগিতা নেয়া হবে।

আরও খবর

Sponsered content