দেশজুড়ে

বরিশাল বিভাগে ২০৯৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪৫

  প্রতিনিধি ২২ জুন ২০২০ , ১১:২৫:৫৭ প্রিন্ট সংস্করণ

বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত মোট দুই হাজার ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ৫৪০ জন। মৃত্যু হয়েছে ৪৫ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরগুনা ব্যতীত বরিশাল বিভাগের পাঁচ জেলায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গেল ২৪ ঘণ্টায় পটুয়াখালী ও ঝালকাঠি ব্যতীত বাকি চার জেলায় ১৪ জন রোগী সুস্থ হয়েছেন।

পাশাপাশি সর্বশেষ তথ্যানুযায়ী, সম্প্রতি মৃত্যুবরণ করা বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাকির হোসেন (২৭), একই উজেলার বাসিন্দা মো. লুৎফর রহমান (৬০), পটুয়াখালী জেলার বাউফল পৌর এলাকার কাওসার দেওয়ান (৭৫) ও একই এলাকার খলিলুর রহমানের (৬৮) নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া গেছে। ফলে এ চারজনকে নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৫ জনে।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ১৯ হাজার ৩৫৯ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

যার মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৭ হাজার ৪০১ জনকে। এর মধ্যে ১৪ হাজার ৪৫৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে এক হাজার ৯৫৮ জন রয়েছেন। এ পর্যন্ত এক হাজার ১১৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা এক হাজার ১২১ জন। এরইমধ্যে ৫৮৭ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।

এছাড়া শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত। যার মধ্যে ২৭ জন করোনা পজেটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় এক হাজার ২২২ জন, পটুয়াখালীতে ২৪২ জন, ভোলায় ১৮৭ জন, পিরোজপুরে ১৩৭ জন, বরগুনায় ১৬৩ জন ও ঝালকাঠিতে ১৪৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে গোটা বিভাগে ৫৪০ জন করোনা পজেটিভ রোগী সুস্থ্য হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া মৃত্যু হওয়া করোনা পজেটিভ ৪৫ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ১৭ জন, পটুয়াখালীতে ১৬ জন, ঝালকাঠিতে ছয়জন, পিরোজপুরে তিনজন, ভোলায় দু’জন ও বরগুনায় দু’জন রয়েছেন।

আরও খবর

Sponsered content