চট্টগ্রাম

বাঁশখালীতে অগ্নিকান্ডে চার বসতঘর পুড়ে ছাই

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৪ , ৪:৩৬:২৬ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে অগ্নিকান্ডে চার বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে অগ্নিকান্ডে চার বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এতে আরো চারটি বসতঘরে আংশিক ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

রবিবার (২৪ নভেম্বর) বেলা ১টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুর উদ্দিন সিকদার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নাজিম উদ্দিনের বসতঘর হতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থরা হলেন ওই এলাকার নাজিম উদ্দিন সিকদার বাবুল, মো. হোসেন সিকদার ইফতু, আরেফা বেগম সিকদার, আমেনা বেগম। অপরাপর আংশিক ক্ষতিগ্রস্থরা হলেন- আলমগীর সিকদার, সাহাব উদ্দিন সিকদার, নেজাম উদ্দিন সিকদার, রুবেল সিকদার।

স্থানীয় প্রত্যক্ষদর্শী হেফাজ উদ্দীন সিকদার টিপু বলেন, ‘ক্ষতিগ্রস্থ সবাই আমার চাচা ও চাচাতো ভাই সম্পর্কীয়। এরা সবাই শহরে কর্মস্থলে থাকেন। অগ্নিকান্ডের সময় বাড়ির কেউ ঘটনাস্থলে ছিলেন না। এতে বসতঘরের কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। যথাসময়ে ফায়ার সার্ভিস না আসলে আরো বড় ধরনের ক্ষতি হতো। তাদের কে ফোন করার সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতি এড়ানো যায় নি।’

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মিযানুর রহমান বলেন, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে পৌছাই। আমাদের ফায়ার সার্ভিসের পৃথক দুটি টিম আগুন নিয়ন্ত্রে কাজ করে। এতে চারটি বসতঘরের সর্বস্ব পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় আরো চারটি পরিবার। যথাসময়ে খবর না পেলে এ ক্ষতির পরিমাণ আরো ছাড়িয়ে যেতো বলে ধারণা করেন তিনি। তদন্ত করে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ পরে জানা যাবে বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content