প্রতিনিধি ২১ আগস্ট ২০২৪ , ৫:১৪:৫১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বাঁশখালীতে বনভূমির জায়গা দখল করে রাতের আঁধারে অবৈধভাবে বসতঘর নির্মাণের গোপন সংবাদে খবর পেয়ে নির্মাণাধীন ঘর অপসারণসহ আরো একটি ঘসতঘর উচ্ছেদ করেছে বন বিভাগ। পরদিন সকালে একই স্থানে বিভিন্ন প্রজাতির বনজ চারা রোপন করা হয়।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার বাঁশখালী ইকোপার্কের আওতাধিন শীলকূপ ৯ নম্বর ওয়ার্ডের আশিঘর পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী ইকোপার্কের কর্মকর্তা মুহাম্মদ ইসরাঈল হক।
সূত্রে জানা যায়, বাঁশখালী ইকোপার্কের আওতাধীন শীলকূপ মৌজার আরএস ১২৭, বিএস ৫৯ দাগের রক্ষিত বনভূমিতে গতকাল রাত সাড়ে ১১ টার সময় আশিঘর পাড়া এলাকায় নুর নাহার নামক এক মহিলার নের্তৃত্বে একদল বনদস্যু অবৈধভাবে বসতঘর নির্মাণের অপচেষ্টা করলে নির্মাণাধিন বসতঘর অপসারণ করা হয়। একই সাথে মন্নাফ নামের আরো একজনের অবৈধভাবে নির্মিত বসতঘরটিও উচ্ছেদ করা হয়। পরদিন সকালে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে উক্ত স্থানে বিভিন্ন প্রজাতির বনজ চারা রোপন করা হয়।
এ বিষয়ে বাঁশখালী ইকোপার্কের কর্মকর্তা মুহাম্মদ ইসরাঈল হক বলেন, ‘গোপন সংবাদে খবর পেয়ে নির্মাণাধিন ঘর অপসারণসহ আরো একটি অবৈধভাবে দখলকৃত বসতঘরও উচ্ছেদ করা হয়। পরদিন সকালে ওই স্থানে বিভিন্ন বনজ চারা গাছ রোপন করা হয়। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।