চট্টগ্রাম

বাঁশখালীতে আ.লীগ নেতা পরিচয়ে হত্যার হুমকির অভিযোগে মামলা

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৪ , ৫:২৫:৩৫ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে আ.লীগ নেতা পরিচয়ে হত্যার হুমকির অভিযোগে মামলা

সরকারি খাস জমিতে মসজিদ নির্মাণের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ প্রদানকারীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় বাঁশখালীর নিবার্হী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী।

বুধবার বাঁশখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন এম. ফারুক আল আজাদ নামের এক ভুক্তভোগী।

মামলার বিবাদীরা হলেন, চেঁচুরিয়া এলাকার ছৈয়দ মেজবা উল হক (৬৫), ছৈয়দ এহছানুল হক (৫৫), ফাহিম মোকাররিম (৩২), মহিম আজম (২৮), ইমতিয়াজুল হক আফ্রিদি (২২),  ছৈয়দ জিয়া উল হক (৩৫), মামুনুল হক (৫৮)।

মামলার এজাহারে বলা হয়, আসামিগণ আওয়ামীলীগের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বাদীর বসত বাড়ী দখলের পাঁয়তারা করে আসছিল দীর্ঘদিন থেকে। ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর  স্থানীয় চেয়ারম্যানের আদেশে বসত ভিটা পরিমাপের সময় বাদিকে মারধরের চেষ্টা করে এবং ২নং প্রতিপক্ষ তার হাতে থাকা একনলা বন্দুক দিয়ে ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতংকজনক পরিস্থিতির সৃষ্টি করে। পরবর্তীতে ২০২০ সনের ঈদের পরের দিন সন্ধ্যায় প্রতিপক্ষগণ চেচুরিয়া বাজারে দলবদ্ধভাবে দা-কিরিচ ও লাঠি-শোঠা নিয়ে বাদির উপর আক্রমণের চেষ্টা চালায়। সর্বশেষ প্রতিপক্ষগণ স্থানীয় মসজিদের জায়গা নিজেদের মধ্যে দখল রেখে সরকারি খাস জায়গায় তথা পানি চলাচলের নালার উপর মসজিদ নিমার্ণ কাজ শুরু করে। এ বিষয়ে বাদি বাঁশখালী উপজেলা নির্বাহীঅফিসার বরবার গত ২০ অক্টোবর লিখিত অভিযোগ দায়ের করলে সহকারী কমিশনার ভূমি এসে সরকারি জায়গায় মসজিদ নির্মাণের কাজ বন্ধ করে দেয়। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে বাদিকে হত্যার হুমকি প্রদান করেন।

মামলার বাদি ফারুক আল আজাদ বলেন, ‘আসামিরা দীর্ঘদিন থেকে আওয়ামীলীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তারা ক্ষমতার অপব্যবহার করে আমার বসতভিটা ও সরকারি জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছে। আমি বাঁধা দেওয়ায় তারা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পরও তারা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন।’

মামলার বিষয়টি নিশ্চিত করে আইনজীবী রাকিবুল ইসলাম চৌধুরী বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে ফারুক আল আজাদকে হুমকির ঘটনায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি।’

আরও খবর

Sponsered content