প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৪ , ৩:৪৮:০৬ প্রিন্ট সংস্করণ
ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সেভ দ্য চিলড্রেন এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ইপসা, রাইমস’র বাস্তবায়নে বাঁশখালীতে ইপসার প্রকল্প অবহিতকরণ সভা বুধবার (০৯ অক্টোবর) সকালে বাঁশখালী উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসীম উদ্দিন। উন্নয়ন কর্মী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় প্রকল্পের প্রেজেন্টেশান উপস্থাপন করেন ইপসার প্রকল্প সমন্বয়কারী ড. প্রবাল বড়ুয়া।
প্রকল্প অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুপন কুমার নন্দী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম চৌধুরী শাওন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান, বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, বন বিভাগের সাধনপুর বনবিট কর্মকর্তা মো. আল আমীন, উপজেলা এনজিও সমন্বয়কারী মো. নজরুল ইসলাম, সিপিপি লিডার ও ইউপি সদস্য হাবিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাঁশখালী উপজেলা একটি দূর্যোগ প্রবণ এলাকা এবং এখানকার মানুষ ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙ্গন, পাহাড় ধ্বস ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাহাড়ে বসবাসকারী বাসিন্দারা বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে সহায় সম্পত্তি হারিয়ে পাহাড়ে বসবাস করছে এবং সেখানে পাহাড় ধ্বসে বিপদগ্রস্ত হয়ে হতাহত হচ্ছে।
বাঁশখালী উপজেলা প্রশাসন দুর্যোগ কবলিত মানুষের পুনবার্সন ও সচতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে এবং এক্ষেত্রে বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা সহ বিভিন্ন স্টেকহোল্ডার, জনপ্রতিনিধি, সরকারী বিভিন্ন সংস্থা, কমিউনিটির মানুষ সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।