চট্টগ্রাম

বাঁশখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ৫:০০:৪৫ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঁশখালী প্রধান সড়কের পুইছড়ি প্রেম বাজার হতে অদূরে ফুটখালী ব্রিজের দক্ষিণ পার্শ্বে মহাসড়কের পাকা রাস্তার ওপর হতে চৌকি তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার সময় এ অভিযান পরিচালনাকালে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তারকৃত মাদক পাচারকারীরা হলেন কক্সবাজার জেলার উখিয়া থানাধিন কামাল উদ্দিন (২৮), মোঃ ইউনুছ (৪০), মোঃ আবু তাহের (২৫)।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদে খবর পেয়ে থানার এসআই হাফিজের সঙ্গীয় ফোর্স তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় ধারা ৩৬(১) সারণির ১০(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

তিনি আরও বলেন, বাঁশখালীর রুটে টেকনাফ, উখিয়া থানাসহ কক্সবাজার জেলার মাদক পাচারকারীরা মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে যেতে পারে না এসব পাচারকারীরা। মাদকের বিরোদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content