চট্টগ্রাম

বাঁশখালীতে কৃষকদের মাঝে সবজির বীজ, সার ও নগদ অর্থ প্রদান

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৪ , ৩:১১:১৭ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে কৃষকদের মাঝে সবজির বীজ, সার ও নগদ অর্থ প্রদান

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজনে কৃষকদের মাঝে শীতকালীন শাক-সবজির বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টা এ সকল সামগ্রী বিতরণ করা হয়। বাঁশখালী উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্য শীতকালীন শাক সবজির বীজ সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা কৃষি অধিদপ্তর।

বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার।

এ সময় বক্তারা বলেন, ‘সরকার কর্তৃক প্রনোদনা বাবদ নগদ অর্থ, শীতকালীন শাক সবজির বীজ, সার দেওয়া হয়েছে তা আপনারা রোপন করবেন। যা দিয়ে আপনাদের সাংসারিক শাক সবজির চাহিদা পূরণ হবে, পাশাপাশি অর্থ উপার্জন হবে।’

শীতকালীন প্রনোদনা ও পুনর্বাসন এর আওতায় এ সময় উপজেলার ৬শ জন কৃষক কে উফশী সবজি বীজ এবং দুই হাজার জন কৃষককে হাইব্রিড বীজ ও সার এবং নগদ অর্থসহায়তা প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content