চট্টগ্রাম

বাঁশখালীতে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৫ , ৫:৩৯:৫২ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীতে এন.এস.এন গ্রুপের উদ্যোগে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা’২৫ এর পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

এন.এস.এন কনসোর্টিয়াম লি. ও নিহা বিল্ডার্স লি. এর ব্যাবস্থাপনা পরিচালক মো. নাছির উদ্দিনের ব্যবস্থাপনায় বুধবার (১৫ জানুয়ারি) মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসার প্রায় দেড় হাজারের অধিক শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।

ম্যাজিক মেথড এর উদ্ভাবক, ট্রেইনার ও মোটিভেশনাল স্পিকার এবি সিদ্দিক শাওনের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী শায়খ আহমাদ বিন ইউসুফ আল আজহারী। ইসলামিক সংগীত পরিবেশন করেন সুর সম্রাট শিল্পী মশিউর রহমান। সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা ফারুক খান, অভিনেতা ও শিল্পী শফিক আদনান, রাকিব রাশেদ।

এ সময় কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত ও বক্তব্য প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শতাধিক প্রতিযোগীকে দুই লক্ষাধিক নগদ টাকা পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content