প্রতিনিধি ৪ আগস্ট ২০২৪ , ৩:০৮:১১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বাঁশখালীতে ছড়ায় পড়ে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া তাসফিয়া আক্তার (২) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন টিম।
রোববার (৪ আগস্ট) সকাল ১০টার সময় উপজেলার বাঁশখালী পৌরসভাস্থ ৯ নম্বর ওয়ার্ড এলাকার দোসারী পাড়ায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় মারা যাওয়া শিশু তাসফিয়া ওই এলাকার লইত্যা বাপের বাড়ীর নুরুল হাকিমের কন্যা। নুরুল হাকিম প্রবাস ফেরত একজন কৃষক।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ‘রোববার সকালে বাড়ির পাশে খেলা করতে গিয়ে বাড়ির পাশে প্রবাহমান দোসারী পাড়া ছড়ায় সবার অগোচরে শিশুটি পড়ে যায়।এ ঘটনার খবর পেয়ে স্থানীয়রা বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থালে পৌছান। তারা উদ্ধার অভিযান চালিয়ে বাড়ি থেকে দুইশো ফিট দূরত্বের জায়গা থেকে সকাল সাড়ে ১১টায় শিশুর মৃতদেহ উদ্ধার করেন।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এর ভারপ্রাপ্ত ইনচার্জ নুরুর বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশু তাসফিয়া বাড়ির পাশে প্রবাহমান ছড়ায় পড়ে নিঁখোজের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছি। আমাদের ফায়ার সার্ভিস টিম বেলা সাড়ে ১১টায় শিশুর মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেন।’