চট্টগ্রাম

বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৪ , ৭:০৯:১২ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা জামায়াতের উদ্যোগে শেখেরখীল স্থানীয় মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক ৭’ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাও আরিফ উল্লাহ্, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মাও মোরশেদুল ইসলাম ফারুকী, পুঁইছড়ি ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুর রহমান, শেখেরখীল ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর ইমরান বাচ্চু, সেক্রেটারী হাফেজ আব্দুন নুর প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর সকল মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মেজর জে. খালেদ মোশাররফ পাল্টা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র করেছিলো। তখন আমাদের দেশপ্রেমিক সিপাহী ও জনতা ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর নারায়ে তাকবির আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাজপথে নেমে খালেদ মোশাররফের ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাজত করেছিল।

এম এস এ নোমান ইলাহীর সঞ্চালনায় এ সময় কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাও জসিম উদ্দিন। উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াতের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content