চট্টগ্রাম

বাঁশখালীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৪ , ৪:১০:৩৬ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

বাঁশখালী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য প্রথম ধাপে ১৬টি দরিদ্র্য মৎস্যজীবী পরিবারকে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে নিবন্ধিত জেলেদের মাঝে এসব বকনা বাছুর বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার এর নির্দেশনায় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী, সিনিয়র  উপজেলা মৎস্য অফিসার মো. মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু সালেক,  মেরিন ফিশারীজ অফিসার সাইফুল ইসলাম, প্রকল্পের ক্ষেত্রসহকারী মামুনুর রশীদ সহ মৎস্য দপ্তরের এনুমেরেটরবৃন্দ।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, ‘ইলিশের বন্ধ মৌসুমে ও সামুদ্রিক মৎস্য আহরণের বন্ধ মৌসুমে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের জন্য প্রকল্প হতে এ বকনা বাছুর দেওয়া হয়েছে। এ অর্থবছরে আরো কিছু দরিদ্র মৎস্যজীবী পরিবারকে এ বিকল্প আয়ের জন্য উপকরণ (গরুর বাছুর) দেওয়া হবে।’

আরও খবর

Sponsered content