প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ৫:৩৬:৩৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাঁশখালীর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আকতার। সূচনা বক্তব্য রাখেন বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হামিদ, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. পিনাকি দাশ, উপজেলা মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম এবং বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ওমর সানী আকন বলেন, ‘টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সরকার জনগণের দোরগোড়ায় টিকা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। অভিভাবকদের প্রতি আহ্বান—সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে এ ক্যাম্পেইনে অংশ নিয়ে তাদের সন্তানদের টিকা গ্রহণ নিশ্চিত করেন।’
সভাপতির বক্তব্যে ডা. নাজমা আকতার বলেন, ‘এই ক্যাম্পেইনের মাধ্যমে বাঁশখালী উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকার আওতায় আনা হবে। জনসচেতনতা বৃদ্ধি ও সরকারি স্বাস্থ্যসেবা সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।’
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা প্রতীকীভাবে কয়েকজন শিক্ষার্থীকে টিকা প্রদান করে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বাঁশখালীতে মোট ১ লক্ষ ৩৬ হাজার ৩৪৪ জন শিশু এ টিকার আওতায় আসবে। এর মধ্যে স্কুল পর্যায়ে ৯২ হাজার ৪৮৮ জন এবং কমিউনিটি পর্যায়ে ৪৩ হাজার ৮৫৬ জন। উদ্বোধনের প্রথম দিনেই স্কুল পর্যায়ে ৭ হাজার ৭৩৬ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে।
এ টিকাদান কার্যক্রম ১২ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।
















