প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৪ , ৩:১৭:১৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিবন্ধিত দুঃস্থ জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ১৬টি গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে নিবন্ধিত জেলেদের মাঝে এসব বকনা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে বাছুর বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) মো. রাশিদুল হক, কৃষি কর্মকর্তা আবু সালেক সহ মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় অনুষ্ঠানে অতিথিবৃন্দ সুফলভোগী জেলে সরকারি আদেশ নিষেধ মেনে চলা এবং উপকরণ লালন করে স্বাবলম্বী হওয়ার আহবান জানান।