প্রতিনিধি ৪ জুন ২০২৪ , ৭:৪৩:৪৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বাঁশখালীতে নরমাল ডেলিভারিতে একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়ার ঘটনা ঘটেছে। তিনটি নবজাতকই ছেলে। রোববার রাত সাড়ে ১০ টার দিকে বাঁশখালী পৌরসভাস্থ জলদী আধুনিক হসপিটাল লিমিটেডে স্বাভাবিক ডেলিভারিতে এই ঘটনা ঘটে।
তিন সন্তানের মা হওয়া প্রসূতির নাম শাহনা বেগম। শাহনা বেগম উপজেলার গন্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. জাকের হোসেনের স্ত্রী। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অলি আহমদের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসব প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন একই হাসপাতালের সিনিয়র নার্স (মেট্রন) হাছিনা আক্তার।
জানা গেছে, আগে শাহনা বেগমের আরও তিনজন কন্যা সন্তান রয়েছে। এটি তার চতুর্থ স্বাভাবিক ডেলিভারি।হসপিটালের সিনিয়র নার্স হাছিনা আক্তার বলেন,’রোববার রাত ৯ টার দিকে শাহনা বেগম প্রসব ব্যথা নিয়ে জলদী আধুনিক হসপিটালে ভর্তি হন। রাত সাড়ে ১০টার দিকে স্বাভাবিকভাবে প্রথমে একটি ছেলেসন্তানের জন্ম দেন শাহনা।
এর কয়েক মিনিটের ব্যবধানে একে একে আরও দুটি সন্তান প্রসব হয় তার। অপর দুই নবজাতকও ছেলে। ‘ডা. অলি আহমদ বলেন, ‘আমাদের এখানে বিশেষ একটি ডেলিভারি টিম আছে। আমার তত্ত্বাবধানে টিমের সহায়তায় তিন নবজাতকের নর্মাল ডেলিভারি সম্পন্ন হয়।
তিন নবজাতকের ওজন দেড় কেজি করে যা স্বাভাবিক ওজনের চেয়ে কম। মা ও নবজাতকরা সুস্থ আছেন।’শাহনা বেগমের স্বামী জাকের হোসেন বলেন, ‘আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে প্রথমে উপজেলার একটি বেসরকারি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলট্রাসনোগ্রাফী করে টু-ইন বেবী বলে চট্টগ্রাম শহরে রেফার করেন।
পরে জলদী আধুনিক হসপিটালে চলে ভর্তির অল্প সময়ের ব্যবধানে নর্মাল ডেলিভারিতে তিন সন্তানের জন্ম হয়। ‘হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এস এম শোয়াইবুর রহমান জানান, ‘জলদী আধুনিক হসপিটাল অত্যন্ত সুনামের সাথে কম খরচে নর্মাল ডেলিভারি সেবা দিয়ে যাচ্ছে।
এক্ষেত্রে আমাদের অভিজ্ঞ ডাক্তার ও বিশেষ একটা ডেলিভারি টিম রয়েছে। নরমাল ডেলিভারিতে সমগ্র বাঁশখালী জুড়ে আমাদের হসপিটালের যথেষ্ট সুমাম রয়েছে।’