প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৪ , ৬:৩২:৩১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে নাঈম মণি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকেল আড়াইটার সময় উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাঈম মণি ওই গ্রামের মোহাব্বত আলী সিকদার বাড়ির সিএনজি চালক শাহজাহানের কন্যা।
স্থানীয় ইউপি সদস্য (সংরক্ষিত ওয়ার্ড ৪,৫,৬) জান্নাতুল ফেরদৌস লাকি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করে বলেন, ‘ বুধবার বেলা আড়ায়টার সময় শিশু নাঈম মণি খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। তাকে না দেখতে পেয়ে বাড়ির সকলে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’