প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৪৩:০৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে ওমর আব্দুল্লাহ আদিব নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মারা যাওয়া শিশু আদিব ওই এলাকার উত্তর বাহারছড়া ১ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকীম বাড়ির মো. ওসমান গণির পুত্র। ওসমান গণি সাবেক ইউপি সদস্য ও উপজেলা যুব দলের সাবেক যুগ্ন আহ্বায়ক।
শিশু আদিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করেছেন তার প্রতিবেশী চাচা সম্পর্কীয় জালাল উদ্দীন।
তিনি বলেন, ‘পরিবারের সবার অগোচরে শিশু আদিব বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুজির একপর্যায়ে শিশুর পিতা পুকুরে শিশুটিকে দেখতে গিয়ে উদ্ধার করেন। পরে স্থানীয়রা শিশুটিকে গুনাগরিস্থ মা-শিশু ও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।