চট্টগ্রাম

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশু নুসরাতের মৃত্যু

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৪ , ৩:৩৮:২৫ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশু নুসরাতের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি এলাকায় নুসরাত (৪) নামে এক শিশু পুকুরে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (২ নভেম্বর) দুপুর ১টার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারা যাওয়া শিশু নুসরাত পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জলদি রংগিয়াঘোনা গ্রামের সোনিয়া বাপের বাড়ির মোজাম্বিক প্রবাসী আবু সালেকের কন্যা।

নিহত নুসরাতের মামা আব্দুল খালেক বলেন, ‘খেলতে গিয়ে বাড়ির লোকজনের অগোচরে পাশের পুকুরে পড়ে যায় শিশু নুসরাত। খোঁজাখুজি করলে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়ায় শিশু কে। পরে সেখান থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায় তার প্রতিবেশীরা।’

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার জানান, ‘দুপুরে পুকুরে ডুবে যাওয়া নুসরাত নামে শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। ওই শিশু ঘটনাস্থলেই মারা যান বলে জানান কর্তব্যরত চিকিৎসক।’

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, ‘সম্প্রতি বাঁশখালীতে পুকুরে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। সপ্তাহ নাগাদ ২/৩জন শিশু পুকুরে ডুবে মরছে। মূলত অভিভাবকদের অসচেতনতার অভাবে এ মৃত্যুর সংখ্যা বাড়ছে। বিশেষ করে বাড়ির পাশের পুকুর ও ডোবায় ঘেরবেড়া দিলে, পাশাপাশি সচেতন থাকলে এ মৃত্যুর সংখ্যা অনেকাংশে কমে আসবে।’

আরও খবর

Sponsered content