চট্টগ্রাম

বাঁশখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৪ , ৪:৩২:১৫ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে জাফর আহমদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জিম পাড়ার বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ রাশেদ নুরী।

বুধবার (২৮ আগস্ট) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাঁশখালীতে গতরাত বৃষ্টি ও প্রচন্ড বজ্রপাত হয়। বৃষ্টি থেমে গেলে মাছ ধরার পলো (এক ধরণের চাঁই), একটি টর্চ লাইট নিয়ে পাশের ডোবা জমিতে মাছ ধরতে বের হয়।

পরে লোকজন জাফর আহমদ কে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে। এ সময় চাঁইটি নিচে পড়ে থাকতে দেখা গেলেও হাতের টর্চ লাইটটি জ্বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের কিছু অংশ ঝলসে গেছে।

আরও খবর

Sponsered content