চট্টগ্রাম

বাঁশখালীতে বাঁধ নির্মাণ করে পানি চলাচল বন্ধের প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৪ , ৪:০৮:১৪ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে বাঁধ নির্মাণ করে পানি চলাচল বন্ধের প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের মৌলভী বাজারের দক্ষিণ পাশে জলকদর খাল সংযোগ বাহমনিখীল ধানিখালের সরকারি স্লুুইস গেইটে পানি চলাচলের পথে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে লবণচাষী ও কৃষিজীবী লোকদের চাষাবাদের পানি চলাচলের প্রতিবন্ধকতা অপসারণের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থাগ্রহণের লক্ষ্যে এলাকাবাসী মানববন্ধ করেছেন।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, স্থানীয় কয়েকজন প্রভাবশালী সিন্ডিকেট চক্র সরকারি খাস জায়গায় নির্মিত স্লুইস গেইট বন্ধ করে মাছের প্রজেক্ট ও বসতঘর নির্মাণ করে পানি চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সাধারণ জনগণ ও চাষীদের অপূরনীয় ক্ষতি করে আসছে। বিশেষ করে ওই সিন্ডিকেট সদস্যরা তাদের সুবিধার জন্য বর্ষা মৌসুমে পানি আটকে দেয়। এতে করে বর্ষায় বন্যার পানিতে শেখেলখীলের পূর্বাঞ্চলের লালজীবন পাড়াসহ প্রায় ১০ হাজার লোকজন ক্ষতিগ্রস্থ হয়। পানি চলাচলের পথে প্রতিবন্ধকতার কারণে তলিয়ে যায় কয়েশত বসতঘর। এ অঞ্চলের প্রায় ছয়শত একর ধানি জমি ও প্রায় ২০ একর লবণের মাঠ তলিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় চাষীরা। দীর্ঘ ১৩ থেকে ১৫ বছর ধরে ওই সিন্ডিকেট চক্র পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে।’

তারা আরো বলেন, ‘দীর্ঘদিনের সৃষ্ট সমস্যা পানি চলাচলের প্রতিবন্ধকতা অপসারণের জন্য স্থানীয় চেরাম্যানের কাছে বারবার ধর্ণা দিয়েও তারা তার কোনো প্রতিকার পাননি। সিন্ডিকেট চক্রের সদস্যরা এতোবেশী শক্তিশালী যে, তারা কারো কোনো কথা কর্ণপাত করেনা। স্থানীয়রা একই সাথে পানি চলাচলের প্রতিবন্ধকতা অপসারণসহ শেখেরখীদের মধ্যভাগ দিয়ে বয়ে যাওয়া বাহমনিখীল ধানি খালের প্রায় দেড় কিলোমিটার অংশের খাল খননের দাবীও জানান।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে শেখেরখীল মৌলভী বাজারের দক্ষিণে বাহমনিখীল স্লুইসগেইটের পাশেই এলাকাবাসী এ মানববন্ধন করেন। এ সময় এলাকাবাসীর পক্ষে দাবী নিয়ে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোর্শেদুল ইসলাম ফারুকী, শেখেরখীল মৌলভী বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. আতাউর রহমান, কৃষক প্রতিনিধি পারভেজ, মৌলানা আব্দুর রহিম, রেজাউল করিম, ইসহাক, মো. মোশাররফ, আবুল হোসেন প্রমূখ। এসময় মানববন্ধনে কৃষকসহ শতাধিক লোকজন অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content