চট্টগ্রাম

বাঁশখালীতে বিএনপি নেতার বেফাঁস মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী

  প্রতিনিধি ১৫ জুন ২০২৫ , ৪:৩২:২১ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে বিএনপি নেতার বেফাঁস মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার সংগঠনকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী। সম্প্রতি উপজেলার ছনুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুর্ণমিলনী ও কর্মী সমাবেশে জামায়াত ইসলামী কে জড়িয়ে অবান্তর, তথ্য প্রমাণ ছাড়া বেফাঁস বক্তব্য দিলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এতে উপজেলা জামায়াত ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সম্প্রতি ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই বিএনপি নেতা বলেন, ‘৫ আগস্টের পর ১০০টি মাজার ভাঙচে জামায়াত।’ এছাড়াও তার বক্তব্যে জামায়াত ইসলামীকে নিয়ে নানা বিষোধাগার বক্তব্য প্রদান করেন তিনি। কোন প্রমাণ ছাড়া ভিত্তিহীন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাঁশখালী উপজেলা জামায়াতে ইসলামী।

রোববার (১৫ জুন) উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম স্বাক্ষরিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্যাডে বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল ও সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আরিফ উল্লাহ এক যৌথ প্রতিবাদ লিপি প্রদান করেন। বিবৃতিতে তারা বলেন ‘রেজাউল হক চৌধুরী কোন প্রমাণ ছাড়া ভিত্তিহীন বক্তব্য প্রদান করা কোন শিক্ষিত ভালো মানুষের কাজ নয়, তার বক্তব্যে স্বৈরতান্ত্রিক মনোভাব ফুটে উঠেছে যাকে পুনরায় জনগন আর দেখতে চায়না।’ 

বিবৃতিতে আরও বলা হয়, ‘ওনার বক্তব্যের সমর্থনে সঠিক তথ্য-প্রমাণ দিতে হবে নতুবা ওনার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বাঁশখালীর জনগণ সমুচিত জবাব দেবে।’

এ বিষয়ে জানতে বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী কে বেশ কয়েকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি (ফোন রিসিভ করেন নি)।

আরও খবর

Sponsered content