প্রতিনিধি ১০ আগস্ট ২০২৪ , ৩:৩৪:০৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রদায়িক বিবাদ প্রতিরোধে ও সম্প্রীতি অটুট রাখতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিয়ে উপজেলা জামায়াত ইসলামীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শীলকূপ জ্ঞানোদয় বিহারের সভাকক্ষে উপজেলা জামায়াতের প্রবীন দায়িত্বশীল কাজী নুর মোহাম্মদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ।
এ সময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শীলকূপ জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ও বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি শিক্ষাবিদ রাহুল প্রিয় মহাস্থবীর, শীলকূপ চৈত্য বিহারের অধ্যক্ষ দেবমিত্র মহাস্থবীর, শীলকূপ জ্ঞানোদয় বিহারের উর্ধ্বতন সহ-সভাপতি সুব্রত বড়ুয়া, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দেবপ্রিয় বড়ুয়া, শীলকূপ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রবিউল আলম, নায়েবে আমীর মো. আব্দুর রহিম, শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রেজাউল করিম।
মতবিনিময় সভায় তারা বলেন, দেশব্যাপী দুষ্কৃতিকারীরা মানুষের সম্পদ লুট করছে। আমাদের বাঁশখালীকে আমরা নিরাপদ রেখেছি। বাংলাদেশ জামায়াত ইসলামীর বাঁশখালীর দায়িত্বশীলবৃন্দ এসব অপতৎপরতা রুখে দিতে রাত-দিন দায়িত্ব পালন করেছে। বিশেষ করে সরকারী অফিস আদালত, হিন্দু, বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিয়েছে যাতে দুষ্কৃতকারীরা কোনো ফায়দা লুটতে না পারে। বাঁশখালী বরাবরের মতোই সম্প্রীতির জনপদ সেটা এবারও প্রমাণ দিয়েছে আমাদের নেতাকর্মিরা। আমাদের সংখ্যালঘু ভাইদের জানমাল ধর্মীয় প্রতিষ্ঠান এবং সরকারি সম্পদ পাহারা দেওয়ার জন্য আমাদের তৃণমূলের নেতাকর্মীদেরও বার্তা দিয়েছি। তারা রাত জেগে বিভিন্ন মন্দিরে পাহারা দিয়েছে। এ সময় জামায়াত নেতারা যে কোন প্রয়োজনে সর্বাত্মকভাবে পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।
মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মাও সেলিম উল্লাহ্, এনামুল হক রাহাত, মো. আবু হানিফা সহ অন্যান্য দায়িত্বশীল ও বৌদ্ধ মন্দিরের উপাসক বৃন্দ।