চট্টগ্রাম

বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

  প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩:২৯:০৮ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাঁশখালীতে শুক্রবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের কনফারেন্স হলে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর বাবু প্রণব কুমার দাশ।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু ঝুন্টু কুমার দাশ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পূজা পরিষদের উপদেষ্টা বাবু সুধীর মল্লিক রায়, মাস্টার শ্যামল কিশোর চৌধুরী, বাবু অধরলাল চক্রবর্তী, লায়ন বাবু শেখর দত্ত, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক বাবুল কান্তি দেব, বাবু রাজীব গুহ, বাবু স্বপন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সাজু দাশ সাজিৎ, অর্থ সম্পাদক প্রকৌশলী রনি সরকার, বাবু অমিত চক্রবর্তী, বাবু পুলিন শীল ও বিভিন্ন ইউনিয়ন কমিটি এবং আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।

এ সময় নের্তৃবৃন্দ বলেন, ‘আসন্ন শারদীয় দূর্গোৎসব সুন্দরভাবে উদযাপনের লক্ষে জেলা ও উপজেলার  বিভিন্ন পর্যায়ে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। কোনো অশুভ শক্তি যেন আমাদের পূজায় বিঘ্নতা সৃষ্টি করতে না পারে সে বিষয় উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। আমাদেরও সতর্ক থাকতে হবে। বাঁশখালী সব ধর্মের সহাবস্থানে একটি সম্প্রীতির জনপদ। আমরা আশা করি বরাবরের মতোই বাঁশখালীতে ভাবগাম্ভীর্য্যের সাথে দূর্গোৎসব উদযাপন হবে। 

এ সময় তারা, গত পাঁচ আগস্ট দেশের সরকার পরিবর্তনের পর বাঁশখালীর ১৪ থেকে ১৫ জন সনাতনী সম্প্রদায়ের নের্তৃবৃন্দের বিরুদ্ধে যে হয়রানীমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহারের দাবীও জানান।

আরও খবর

Sponsered content