চট্টগ্রাম

বাঁশখালীতে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ২

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৪ , ৬:৫১:৩৮ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ২

চটগ্রামের বাঁশখালীতে ২০ লিটার চোলাইমদসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯ টায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সাধনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাণীগ্রাম পুরাতন বাজার এলাকার গৌরাঙ্গ দে’র ছেলে উজ্জ্বল দে (৩৫) এবং নীলরতন দে’র ছেলে আকাশ দে (২৮)।

বাঁশখালী রামদাস মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচি বলেন- ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।

আরও খবর

Sponsered content