প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২০ , ৬:৪৮:৩০ প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক ঃ বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান এস এম এস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে দুই বাংলার আলোচিত কণ্ঠশিল্পী কেশাব দে’র কণ্ঠে “বলে দে প্রেম আমার” গানটি মুক্তিপাচ্ছে ১৮ নভেম্বর। অসাধারণ রোমাণ্টিক এ গানটি লিখেছেন তরুণ গীতিকার শামীম আহসান। গানটির সুর এবং সংগীত করেছেন এ সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক কাজি রানা। কেশাব দে’র গাওয়া “বলে দে প্রেম আমার” গানটির ভিডিও নির্মিত হয়েছে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার নীলাদ্রিতে। সবুজ ঘেরা অসাধারণ সব লোকেশনে চমৎকার একটি ভিডিও নির্মান করেছেন গানটির গীতিকার তরুণ নির্মাতা শামীম আহসান। গানটিতে অভিনয় করেছেন তুষার বাবু এবং নিলা। ইউটিউব চ্যানেল এসএমএস এন্টারটেইনমেন্ট-এ মুক্তি পাবে গানটির মিউজিক ভিডিও। গানটি সম্পর্কে কেশাব দে বলেন, চমৎকার কথা মালার গানটি দেখেই আমি মুগ্ধ হয়ে যাই যার অসাধারণ সূর এবং সংগীত করেছেন কাজি রানা। আশাকরি গানটি আমার সকল শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। গানটির সুরকার এবং সংগীত পরিচালক কাজি রানা বলেন, কাজ তো অনেক করা হয় কিন্তু তৃপ্তি পাওয়ার মতো কাজ অল্প সংখক হয় যার মধ্যে “বলে দে প্রেম আমার” একটি। আশাকরি গানটির কথা, সুর এবং কেশাব দে’র গায়কী সব মিলিয়ে ভিন্ন কিছু পাবে শ্রোতারা। গানটির গীতিকার এবং ভিডিও নির্মাতা শামীম আহসান বলেন, আমাদের দুই বাংলার প্রচেষ্টায় “বলে দে প্রেম আমার” গানটি শুনে এবং দেখে পাষাণ মনেও প্রেম জাগবে। সবসময় চেষ্টা করি ভিন্ন কিছু উপহার দেওয়ার। আশাকরি সবাই গানটি ভালবেসে গ্রহণ করবেন। ১৮নভেম্বর এস এম এস এন্টারটেইনমেন্ট এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে গনাটির মিউজিক ভিডিও।