বরিশাল

বাংলাদেশ আ’লীগের উদ্যোগে পটুয়াখালীতে ৪টি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর

  প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২০ , ৭:১২:৩৬ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি : কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবার লক্ষ্যে বুধবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে বাংলাদেশ আ’লীগের ত্রান উপ-কমিটির প্রেরিত স্বাস্থ্য সেবা সামগ্রী অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী ও সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম শিপন এর কাছে স্বাস্থ্য সেবা সামগ্রী হস্তান্তর করেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক পটুয়াখালীর কৃতি সন্তান এ্যাড. মো. আফজাল হোসেন। উক্ত স্বাস্থ্য সেবা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা আ’লীগের অন্যতম নেতা সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মো. সুলতান আহমেদ মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সদর উপজেলা নিাবাহী অফিসার লতিফা জান্নাতী, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মো. রাকিবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শাহানুর হক প্রমুখ। কোভিড -১৯ সংক্রমন রোগের চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ আ’লীগের ত্রান উপ-কমিটির প্রেরিত স্বাস্থ্য সেবা সামগ্রীর চারটি অক্সিজেন কনসেনট্রেটর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী ও সিভিল সার্জন ডা: মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন এর কাছে হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মো. আফজাল হোসেনসহ জেলা আ’লীগ নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content