দেশজুড়ে

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিংড়ার সভাপতি রানা, সম্পাদক বাশার

  প্রতিনিধি ১ জুলাই ২০২৪ , ৪:৩৫:১৭ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিংড়ার সভাপতি রানা, সম্পাদক বাশার

মো. এমরান আলী রানাকে সভাপতি, মো. আবুল বাশারকে সাধারণ সম্পাদক ও আব্দুর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, নাটোরের সিংড়া উপজেলা শাখার ২৩ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

গত ২৬ জুন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষারিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. এমরান আলী রানাকে সভাপতি, মো. আবুল বাশারকে সাধারণ সম্পাদক ও আব্দুর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পত্র জারির ৩ মাসের মধ্যে গেজেট ও ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে সকল ইউনিয়ন কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির সাথে সমন্বয় করে পরিচালনা করতে হবে। গঠনতন্ত্রের আইন-কানুন মেনে সংগঠন পরিচালনা করতে হবে। গঠনতন্ত্র ও রাষ্ট্র বিরোধী কোন কাজে জড়িত থাকলে কমিটি বাতিল বলে গণ্য হবে।

আরও খবর

Sponsered content