আন্তর্জাতিক

‘বাইডেন ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা তুলে দিতে পারবেন’

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২০ , ১১:৫৩:৩৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন চাইলে ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আরোপিত সব নিষেধাজ্ঞা নির্বাহী আদেশে প্রত্যাহার করতে পারবেন। 

সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সোমবার (০৯ নভেম্বর) বিবিসি ফার্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারবেন কিনা- এমন প্রশ্নের উত্তরে বোল্টন বলেন, বাইডেন যদি চান তাহলে ক্ষমতাগ্রহণ করেই একটি নির্বাহী আদেশে সব নিষেধাজ্ঞা একসঙ্গে প্রত্যাহার করতে পারবেন।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ‘ততটা কঠোর না হওয়ায়’ ব্যর্থ হয়েছে।

বোল্টন বলেন, এখন যে বলা হচ্ছে ট্রাম্পের ক্ষমতার বাকি ৭০ দিনে প্রতি সপ্তাহে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করা হবে এখান থেকেই বোঝা যায়, এখন পর্যন্ত যে চাপ প্রয়োগ করা হয়েছে তা ‘সর্বোচ্চ’ ছিল না বরং এখনো ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার সুযোগ রয়েছে।

এমন সময় বোল্টন এ বক্তব্য দিলেন যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বিদায়ী মার্কিন প্রশাসন ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ব্যাপকভিত্তিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নিয়েছে।

জানা গেছে, তালেবানের সঙ্গে শান্তি আলোচনাকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জের ধরে হোয়াইট হাউস ত্যাগ করেছিলেন জন বোল্টন। অবশ্য জন বোল্টন আগাগোড়া ইরানকে ‘কঠোর শাস্তি’ দেয়ার পক্ষপাতী।

সূত্র-পার্সটুডে

আরও খবর

Sponsered content