দেশজুড়ে

বাউফলে ইয়াবাসহ গ্রেফতার ২

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৪ , ৭:৫৪:২৪ প্রিন্ট সংস্করণ

বাউফলে ইয়াবাসহ গ্রেফতার ২

পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশের  একটি চৌকস দল। কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ওই যুবকদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল উপজেলার ডালিমা এলাকার মো. রফিজ প্যাদার ছেলে মো. রুমান প্যাদা (৩০) ও মো. হালিম প্যাদার ছেলে মো. মঞ্জু প্যাদা (২৫)। পুলিশসূত্রে জানা গেছে, বুধবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোয়াজ্জেম হোসেন এর নেতৃত্বে এদেরকে আটক করা হয়। 

এবিষয়ে বাউফল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন সত্যতা স্বীকার করে বলেন ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে 

আদালতে  প্রেরণ করা হয়েছে । তিনি আরোও বলেন, মাদক বিরোধী আমাদেরকে  এ অভিযান চলমান থাকবে।

আরও খবর

Sponsered content