দেশজুড়ে

বাউফলে কুখ‍্যাত গাঁজা মনির গ্রেফতার  

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৪ , ৬:২৭:২৯ প্রিন্ট সংস্করণ

বাউফল উপজেলাকে মাদক মুক্ত রাখতে প্রায়ই পুলিশের তৎপরতা দেখা যায়। এরই ধারাবাহিকতায়  পটুয়াখালীর বাউফলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির হাওলাদার (৩৮) ওরফে গাঁজা মনিরকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশের একটি চৌকস দল। গত শুক্রবার রাত ১১টার  দি‌কে উপজেলার কালাইয়া ইউনিয়নের কমলার দিঘির পাড় এলাকা থেকে তাকে আটক করে গ্রামবাসী। এসময় তাকে মারধর করে উত্তেজিত জনতা। এলাকাবাসী জানান, বিগত দিনে সে রাজনৈতিক নেতাদের যত্রছায়ায় থেকে মাদকের জমজমাট ব‍্যবস‍া চালিয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গি‌য়ে ম‌নির‌কে আটক ক‌রে।

পুলিশের জিজ্ঞাবাদে মাদক সংশ্লিষ্টতার কথা স্বীকার করে মাদক ব্যবসায়ী গাঁজা মনির। পরে পুলিশ তাকে আটক করে হাসপাতালে নেয়। অভিযুক্তের শারিরীক  সমস্যা না থাকায়, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানা হাজতে নেয়া হয়। তার বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা করেছে পুলিশ।

মামলার প্রক্রিয়া শেষে তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার গাঁজা মনির প্রায় ১০ বছর যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে এলাকাবাসী। তাকে পুলিশ একাধিকবার গ্রেফতার করলেও সে জেল থেকে ফিরে আবারো মাদক ব্যবসায় শুরু করেন বলে ওসির সামনেই ক্ষোভ ঝারেন এলাকাবাসী।

‘মাদক ব্যবসায়ী মনিরের বাসা থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার  করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং সে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানিয়েছেন বাউফল থানার ওসি মো. কামাল হোসেন।’ তিনি আরও বলেন, আমি বাউফলে নতুন মনিরের মত আরও যারা আছে তাদেরকে খুব শীগ্রই আমরা গ্রেফতার করে বাউফলকে মাদক মুক্ত করব।

আরও খবর

Sponsered content