দেশজুড়ে

বাউফলে ছাত্রদের বিক্ষোভ

  প্রতিনিধি ১৫ মে ২০২৫ , ৬:৩১:৫৭ প্রিন্ট সংস্করণ

বাউফলে ছাত্রদের বিক্ষোভ

পটুয়াখালীর বাউফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে কালো ব্যাচ ধারণ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১২টায় কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহন করে।

কলেজ শাখার সভাপতি মো. নাঈম মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি মো. উজ্জল, সাধারণ সম্পাদক জিসান মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাতক সাকিলও সাংগঠনিক সম্পাদক মো. সাফিন আহম্মেদ,

আয়োজিত কর্মসূচিতে একাত্বতা ঘোষনা করে উপজেলা ছাত্রদলের নেতা কর্মীরাও অংশ নেন।
সাম‍্যকে হত‍্যাকারীদের বিচারের আওতায় এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জোড়ালো দাবি জানান ছাত্রদল নেতারা।

আরও খবর

Sponsered content