দেশজুড়ে

বাউফলে দিবালোকে ছিনতাই

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:০০:৫৩ প্রিন্ট সংস্করণ

বাউফলে দিবালোকে ছিনতাই

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের আনারশিয়া এলাকায় সিরাজখাঁন বাড়ির সামনের উত্তর দিকে প্রধান  সড়কে  দিবালোকে   রাজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধ নারী ছিনতাইয়ের শিকার হন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক এগারোটা দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। জানা গেছে, রাজিয়া বেগম তাঁর মেয়ে জামাই বাড়ি  থেকে বাড়ির উদ্দেশ্য রওনা হয়। নিজ বাড়ি আনারশিয়া এলাকায় আসলে আনারশিয়া সিরাজখাঁন বাড়ির সামনে প্রধান  সড়কের উত্তর দিকে ‘রাড়ি ভিটা’ নামক স্থানে এলে দক্ষিণ দিক থেকে আসা মোটরসাইকেলে অচেনা দু’জন লোক পথিমধ্যে রাজিয়া বেগমকে রাস্তার মধ্যে থামিয়ে তাঁকে (রাজিয়া বেগম)কে এলোমেলো বিভিন্ন প্রশ্ন করতে থাকে এবং অন্য একজন রাজিয়া বেগমর মুখমন্ডলে দিকে তাকিয়ে একটি বাক্স বের করে ফুঁ দিলে রাজিয়া বেগম অচেতন হয়ে পরেন। এবং রাজিয়া বেগমের সাথে থাকা একজোড়া কানের দুল ও সঙ্গে থাকা কয়েক হাজার টাকা ছিনিয়ে নেয়।

 স্থানীয়রা জানান, দিনেদুপুরে এমন ঘটনা আগে কখনো আমাদের এলাকায় ঘটে নাই।ঘটনার পরে আতঙ্কিত হয়ে গেছে অনেকেই। আমরা বাউফলের প্রশসানের সার্বিক সহোযোগিতা কামনা করছি।এভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটলে আমরা সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবো।

আরও খবর

Sponsered content