দেশজুড়ে

বাউফলে মা ইলিশ সংরক্ষণে ব‍্যতিক্রম উদ্যোগ

  পটুয়াখালী (বাউফল) প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৫ , ৩:২৭:৪৩ প্রিন্ট সংস্করণ

বাউফলে মা ইলিশ সংরক্ষণে ব‍্যতিক্রম উদ্যোগ

পটুয়াখালীর বাউফলে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে তেঁতুলিয়া নদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তা।

মা ইলিশ সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ইউএনও মো. আমিনুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে আসেন, যাতে স্থানীয় জনগণ সরাসরি প্রশাসনের কার্যক্রম দেখতে পারে এবং সচেতন হয়।

লাইভে আসার ফলে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অনেকে মা ইলিশ ধরার মতো অবৈধ কাজে যুক্ত না হওয়ার বার্তা পান এবং তাৎক্ষণিকভাবে নদী ত্যাগ করেন। ফলে অভিযানটি জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়াও অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নদীর তীরে নেমে মাইকিং করে জেলেদের সতর্ক করেন। তিনি সবাইকে আহ্বান জানান, মা ইলিশ ধরার সময় কেউ যেন নদীতে না নামে এবং সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলে। তার এ উদ্যোগে নদীপাড়ের জেলেরা তাৎক্ষণিকভাবে জাল গুটিয়ে নেন এবং অনেকেই নদীতে না নামার প্রতিশ্রুতি দেন।

ইউএনও মো. আমিনুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য শুধু অভিযান নয়, মানুষকে সচেতন করা। মা ইলিশ রক্ষা মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা। সবাই যদি নিষেধাজ্ঞা মেনে চলে, তাহলে নদী ও মাছ দুটোই বাঁচবে।”

স্থানীয়দের মতে, ফেসবুক লাইভ ও মাইকিং—এই দুই মাধ্যমে প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। অনেকেই এখন ইলিশ ধরার পরিবর্তে নিষিদ্ধ সময়টায় বিকল্প পেশায় যুক্ত হচ্ছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদারভাবে তদারকি করা হবে।

আরও খবর

Sponsered content