দেশজুড়ে

বাউফলে লঞ্চ ঘাটের জেডি ভেঙে যাওয়ার ভোগান্তিতে যাত্রীরা

  প্রতিনিধি ১৯ মে ২০২৫ , ৫:৩০:৩৯ প্রিন্ট সংস্করণ

বাউফলে লঞ্চ ঘাটের জেডি ভেঙে যাওয়ার ভোগান্তিতে যাত্রীরা

পটুয়াখালীর বাউফলের নিমদী লঞ্চ ঘাটের টার্মিনালের সাথে সংযোগ জেডি ভেঙে যাওয়ার ১ বছরের ও মেরামত করা হয়নি। স্থানীয়দের দাবি নৌপরিবহন সেক্টরের দায়িত্ব অবহেলায় ভোগান্তিতে রয়েছেন প্রতিদিনের হাজারো ঢাকা, বরিশাল ও ভোলা অঞ্চলের লঞ্চ যাএী।

সোমবার (১৯ মে ২০২৫) সকালে সরজমিন পরিদর্শনে স্থানীয় ধানদী এলাকার বরিশালের যাএী মোঃ সাহাবুদ্দি চৌধুরী বলেন প্রায় ৯ মাস ভেঙ্গে আছে টার্মিনালের জিডিটি শত শত যাএী উঠা নামা করে এই টার্মিনাল দিয়ে এছাড়া চন্দ্রদ্বীপের খেয়া যোগে ধানদী সরকারি প্রাইমারী, হাই স্কুল ও ধানদী কামিল মাদ্রাসা এবং বাউফল কলেজে কয়েক শত ছাত্র ছাত্রী প্রতিদিন আসা যাওয়া করে। জোয়ারের সময় ছাত্র ছাত্রীদের স্কুল ড্রেস জোয়ারের পানিতে ভিজে যায়।কার্যকারী পদক্ষেপ নিতে নৌপরিবহন সেক্টরের দ্বায়িত্বরতদের প্রতি দাবী জানান।

এবিষয়ে পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা জাকী শাহারিয়ার বলেন নৌপরিবহন সেক্টরের প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে।