রাজশাহী

বাগাতিপাড়ায় সেলাই মেশিন, কৃষি বীজ ও চেক বিতরণ

  প্রতিনিধি ২৯ মার্চ ২০২৩ , ৭:২৯:৩৫ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় সেলাই মেশিন, কৃষি বীজ ও চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা কৃষি স¤প্রসারণ কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১২শ জন কৃষকের মাঝে ১ কেজি করে পাট বীজ, ২০ কেজি করে সার ও ১শ জন কৃষকের মাঝে ধান বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়েছে। পরে সেখানেই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ১৭ জন অসহায় মহিলাদের মাঝে ১ টি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।

পরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে উপজেলার অসহায় ১৫ জন রোগীদের চিকিৎসার জন্য ৬ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে ওই সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমূখ।

আরও খবর

Sponsered content