প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২০ , ৪:১৪:০৩ প্রিন্ট সংস্করণ
নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় কৃষক সমিতি ও আখচাষি সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৫ দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল এর হাতে প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি আব্দুল হাদী, নাটোর সুগার মিলস আখ চাষি সমিতির সভাপতি আব্দুল করিম, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি তোসাদ্দেক সরকার তিতাস, উপজেলা ওয়ার্কার্স পার্টির সহ সভাপতি মশিউর রহমান মানিক,উপজেলা যুবমৈত্রীর সভাপতি মশিউর সরকার, আখচাষি শাজাহান আলী প্রমুখ।