প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২১ , ৭:১৮:৪৩ প্রিন্ট সংস্করণ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় অনগ্রসর শিক্ষার্থীদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকার শিক্ষা ভাতার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার সমাজসেবা কার্যালয়ে ৩৭ জন শিক্ষার্থীর মাঝে এই চেক বিতরণ করা হয়। এসময় সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। আরও উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার ফজলুর রহমান এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।