রাজশাহী

বাগাতিপাড়ায় ১১ দোকানে দুর্ধর্ষ ডাকাতি

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২১ , ৩:৫৭:১০ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

 

নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ১১ টি দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাতে সংঘবদ্ধ ডাকাতের একটি দল বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে আসে। এ সময় তিনজন নৈশপ্রহরী তাদেরকে বাধা দেবার চেষ্টা করলে নৈশপ্রহরীকে মারধর করে বেঁধে রেখে এগরটি দোকানের তালা ভেঙে টাকা-পয়সা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, সংঘবদ্ধ ডাকাতদলকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানায় পুলিশ।

আরও খবর

Sponsered content