দেশজুড়ে

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা

  প্রতিনিধি ৪ মে ২০২০ , ৫:২৫:৪৬ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার লকপুর এলাকায় গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত সুনিল শীলের পরিবারকে ২৫হাজার টাকা অনুদান প্রদান করেছে  ফকিরহাট  উপজেলা প্রশাসন ফকিরহাট উপজেলা সহকারি কমিশনার (মি) রহিমা সুলতানা বুশরা ওইদিন বিকালে শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পরিবারের সদস্যদের নিকট অনুদানের অর্থ হস্তান্তর করেন

উল্লেখ্য, রোববার দুপুরে জেলার ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় রূপসাগামী একটি পিকআপ সুনীল শীল (৬০) নামে এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই সে মারা যায় নিহত সুনীল শীল ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের মৃত শশী ভূষনের ছেলে

আরও খবর

Sponsered content